গতকাল ১৫ ই সেপ্টেম্বর অনুষ্ঠিত হয়েছে অ্যাপল এর ‘টাইম ফ্লাইস’ ইভেন্ট, এবং বছরের এই প্রথম মেগা ইভেন্টটিতে অ্যাপল লঞ্চ করেছে নতুন আইপ্যাড সহ একগুচ্ছ প্রোডাক্ট।
কিছুদিন আগে মার্কিন প্রযুক্তি সংস্থাটি যখন, এই ইভেন্টের সময় ঘোষণা করে, তখন এটির আয়োজন বা থিম দেখেই আন্দাজ করা গিয়েছিল, এই ইভেন্টটির কেন্দ্রবিন্দু হবে নতুন অ্যাপল স্মার্টওয়াচ। আর ঠিক এমনটাই হয়েছে!
প্রত্যাশা মতই এই ইভেন্টে অ্যাপল, তার অ্যাপল ওয়াচ সিরিজ ৬ (Apple Watch Series 6) এবং অ্যাপল ওয়াচ এস ই (Apple Watch SE) লঞ্চ করেছে।
আসুন, চটপট দেখে নিই অ্যাপল এর নতুন প্রোডাক্ট গুলোর বিস্তারিত ।