বর্তমানে একটি পরিসংখ্যানে দেখা গেছে বিশ্বের প্রায় ৩৫% ওয়েবসাইট তাদের সিএমএস হিসাবে ওয়ার্ডপ্রেস ব্যবহার করছে। এর প্রধান কারণ হচ্ছে এই সিএমএস ব্যবহার করা সহজ ও সাশ্রয়ী।
এরপরেও অনেক মনে করে ওয়ার্ডপ্রেস ভালো না বা ওয়ার্ডপ্রেস ব্যাবহার করলে সাইট এর ক্ষতি হবে। সাধারণত এই ভুল ধারনাগুলোগুলো সৃষ্টি হয় ,অন্যের কাছ থেকে যা শুনেছে তার উপর ভিত্তি করে ।
আজকের এই আর্টিকেলে আমি চেষ্টা করেছি ওয়ার্ডপ্রেসের সাধারণ কিছু ভুল ধারনা নিয়ে আলোচনা করতে । ওয়ার্ডপ্রেসের নতুন ব্যবহারকারীর নিকট ওয়ার্ডপ্রেসের উপযোগীতা সম্পর্কে একটি পরিচ্ছন্ন ধারণা তৈরী করবে ।
ওয়ার্ড্রপ্রেসের ১০টি ভুল ধারনা
#১. ওয়ার্ডপ্রেস কেবল ব্লগারদের জন্য
ওয়ার্ডপ্রেস নিয়ে এটি সবচেয়ে বড় ভুল ধারনা। হ্যা, ২০০৩ সালে এ যখন ওয়ার্ডপ্রেসটি প্রথম যাত্রা শুরু করেছিলতখন এটি শুধু মাত্র ব্লগিং প্ল্যাটফর্ম ছিল। এর ডিজাইন এবং প্রাথমিক বৈশিষ্ট্যগুলি ব্লগারদের প্রয়োজনীয়তার কথা মাথায় রেখে তৈরি করা হয়েছিল, সময়ের সাথে এটি বিভিন্ন ধরণের সাইটের জন্য ব্যবহৃত থাকে।
বর্তমানে ওয়ার্ডপ্রেস একটি ওয়েব সিএমএস যার মাধ্যমে যেকোন ধরনের ওয়েবসাইট তৈরী করা সম্ভব। ইকমার্স ওয়েবসাইট, কর্পোরেট ওয়েবসাইট, অনলাইনে নিউস এবং ম্যাগাজিন এবং প্রায় সকল প্রকার ইন্ডাস্ট্রী ,সরকারী ওয়েবসাইট, বিশ্ববিদ্দালয়ের, অলাভজনক প্রতিষ্টানের ওয়েব সাইট ওয়ার্ডপ্রেস দিয়ে তৈরী করা হয়।
#২. ওয়ার্ডপ্রেসের নিরাপত্তা ব্যবস্থা শক্তিশালী নয়
অনেকে মনে করেন ওয়ার্ডপ্রেস যেহেতু ওপেন সোর্স তাই এর নিরাপত্তা ব্যবস্থা নিশ্চই দুর্বল। কিন্তু আমরা অনেকেই জানি না ওপেন সোর্স সফটওয়্যার যার অর্থ হচ্ছে এর সোর্সকোড গুলো অনলাইনে পাওয়া যায় যা যে কেও গবেষনা বা এনালিসিস করে সিকিউরিটি লুপহোল গুলো খুজে বের করতে পারবে এবং আপডেট করতে পারবে।
ডিডস, ম্যালওয়্যারের আক্রমন শুধু ওয়ার্ডপ্রেসের নয় ওয়েবে সাধারণ একটি বিষয় । ওয়ার্ডপ্রেসের স্পেশাল টিম সবসময় এই বিষয়গুলো তদারকি করে । আপনি যদি ওয়ার্ডপ্রেস ইউজার হয়ে থাকেন তাহলে খেয়াল করে থাকবেন ওয়ার্প্রেস কিছুদিন পর পর আপডেট দেয়। যে আপডেট গুলোতে তাদের সিকিউরিটি গুলো শক্তি শালী ও বাগ গুলো ঠিক করে দেয়।
#৩. ইকমার্স সাপোর্ট করে না
ওয়ার্ডপ্রেসের ডিফল্টভাবে শপিং কার্ট বা পেমেন্ট গেটওয়ে নেই অনেক সিএমএস এর যা আছে। যার কারণে আমরা মনে করি ওয়ার্ডপ্রেস দিয়ে ইকমার্স সাইট বানানো যাবে না।
কিন্তু ওয়ার্ডপ্রেসের অসংখ্য প্লাগিন আছে যার সাহায্যে ইকমার্স সাইট বানানো যায়। তার মধ্যে ওকমার্স প্লাগিন সবচেয়ে বেশি জনপ্রিয়। বর্তমানে ইকমার্স সাইট এর মধ্যে ওকমার্স ৩২% , ম্যাজেন্টো ১৮%, ওপেনকার্ট ১১%, শপিফায় ৮% এবং ৩১% অন্যান্য।
#৪. ওয়ার্ডপ্রেসের ভবিষ্যত অনিশ্চিত
ওয়ার্ডপ্রেস ফ্রি, তাই যেকোন সময় ওয়ার্ডপ্রেস অনলাইন থেকে ব্যবসা ঘুটিয়ে নিতে পারে এই ভুল ধারনা অনেকেরেই আছে।
ওয়ার্ডপ্রেস কোন একক ব্যক্তি তৈরী করেনি বরং একটি শক্তিশালী কমিউনিটি এবং প্রফেশনাল ডেভেলপারদের মাধ্যমে তৈরী।
হাজার হাজার ছোট বা বড় কোম্পানি ওয়ার্ডপ্রেসের মাধ্যমে ব্যবসা করছে। তারা সক্রিয়ভাবে ওয়ার্ডপ্রেস কমিউনিটিতে অবদান রাখে। যদিও ওয়ার্ডপ্রেস ফ্রি কিন্তু ওয়ার্ডপ্রেসের প্রতিবছর মিলিয়ন ডলারের ব্যবসা আছে। তাই বলা যায় ওয়ার্ডপ্রেসের কোথাও যাচ্ছে না বরং এর ভবিষ্যত উজ্জ্বল।
#৫. ওয়ার্ডপ্রেসের সহায়তা পাওয়া যায়
যারা ওয়ার্ডপ্রেস এ নুতন তার মনে করেন ওয়ার্ডপ্রেস যেহেতু ফ্রি তাই যখন কোন সহায়তা প্রয়োজন হবে তখন ওয়ার্ডপ্রেসের কোন প্রকার সহায়তা পাওয়া যাবে না। বাস্তবতা হচ্ছে ভুল এটি সত্য এটি ফ্রি, কিন্তু এর পর্যাপ্ত সহায়তা পাবেন।
ওয়ার্ডপ্রেস ডকুমেন্ট, সাপোর্ট ফোরাম, চ্যাট রুম, অনলাইন রিসোর্স, ডেভেলপার , অ্যাজেন্সি ইত্যাদি আপনাকে পর্যাপ্ত সহায়তা প্রদান করবে। এছাড়া আপনি ইউটুবে সার্চ দিলে লক্ষ লক্ষ ওয়ার্প্রেস এর সহায়তা নিয়ে ভিডিও পাবেন।
#৬. ফ্রি তাই খুব নিম্নমানের
আগেই বলেছি ওয়ার্ডপ্রেস কোন একক ব্যক্তিদ্বারা তৈরী হয়নি বরং একটি কমিউনিটি দ্বারা তৈরী হয়েছে । এটি ওপেন সোর্স হলেও এর কোডিং স্টান্ডার্ড থেকে শুরু করে সব কিছুই উচ্চ মানের ।
আর এটি এতটাই মান সম্পন্ন যে মাইক্রোসফট, অ্যাডোবি, নিউইয়র্ক টাইমস, সিএনএন মত বড় বড় জায়ান্টরা ওয়ার্ডপ্রেস ব্যবহার করে ।
#৭. ওয়ার্ডপ্রেসের সব সাইট দেখতে একই রকম
ওয়ার্ডপ্রেসের তৈরী করা বিভিন্ন সাইট সবই একই রকম ও আকর্ষণীয় সাইট তৈরী করা যাই না। এটি সম্পূর্ণ ভুল একটি ধারণা। ওয়েবসাইট এর ডিজাইন নির্ভর করছে আপনার বা যে ডিজাইন করবে তার উপর।
বর্তমানে প্রচুর প্রিমিয়াম থীম পাওয়া যার সাহায্যে আপনি খুব সহজে আকর্ষণীয় সাইট তৈরী করতে পারবেন।
#৮. ওয়ার্ডপ্রেস শুধুমাত্র নতুনদের জন্য সবচেয়ে উপযোগী
যারা এইচটিএমএল, সিএসএস জানে না তাদের জন্য উপযোগী। অ্যাডভান্স লেভেলের ব্যবহারকারীদের জন্য যথার্থ নয়। সত্যি বলতে ওয়ার্ডপ্রেসের সহজ ব্যবহারের কারনে ওয়ার্ডপ্রেস সকলের জন্যই উপযোগী। এটি নতুন এবং অভিজ্ঞ সকলের জন্যই সমান জনপ্রিয় একটি সিএমএস।
#৯. উচ্চ ট্রাফিক সম্পন্ন সাইটের জন্য উপযোগী নয়
যে সকল ওয়েব সাইটের ভিসিটর বা ট্রাফিক বেশি তাদের জন্য ওয়ার্ডপ্রেস ভালো না। TechCrunch, The New Yorker, BBC America, Bloomberg Professional, The Official Star Wars Blog, Variety, Sony Music ও MTV News এর মত সাইটগুলো দেখুন । যা অনেক জনপ্রিয় এবং এই ওয়েবসাইট গুলো ওয়ার্ডপ্রেস ব্যবহার করে করে তৈরী করা হয়েছে।
#১০. ওয়ার্ডপ্রেস সাইট স্লো ও মোবাইল ফ্রেন্ডলি না
ওয়ার্ডপ্রেস সাইট এর স্পিড এবং মোবাইল ফ্রেন্ডলি নির্ভর করছে আপনার ওয়েব হোস্টিং ও কোন থিম ব্যবহার করছেন তার উপর।
আশা করি , ওয়ার্ডপ্রেস সম্পর্কিত আপনার ভুল ধারণা গুলো দুর করতে পেরেছি। আপনাদের অন্যকোন ধারনা থাকলে আমাদের জানান। আমরা চেষ্টা করবো আপনার ধারণাটি ব্যাখা করতে ।