এস.এস.সি. (সেকেন্ডারি স্কুল সার্টিফিকেট ) বা মাধ্যমিক স্কুল সার্টিফিকেট হলো বাংলাদেশের দশম শ্রেণীর ছাত্র-ছাত্রীদের প্রথম বোর্ড পরীক্ষা। মাদ্রাসার ছাত্রদের জন্য ক্ষেত্রে বলা হয় দাখিল পরীক্ষা। এই পরীক্ষায় অংশগ্রহণকারী ছাত্র-ছাত্রীর সংখ্যা অনেক বেশি। তাই পরীক্ষা শেষ হওয়ার পর অভিভাবক এবং ছাত্র-ছাত্রীরা বিশেষভাবে ফলাফল দেখার জন্য অধীর আগ্রহে থাকে।
বর্তমানে রেজাল্ট বের করা খুব সহজ। ঘরে বসে রেজাল্ট দেখার দুটি উপায় রয়েছে। একটি অনলাইনে এবং অন্যটি এসএমএস এর মাধ্যমে। এই আর্টিকেলে আমরা এটা নিয়ে বিস্তারিত আলোচনা করবো।
কখন এসএসসি পরীক্ষার রেজাল্ট ২০২৪ প্রকাশিত হবে ? (SSC Result Kokhon Dibe ?)
সাধারণভাবে, এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল পরীক্ষা শেষের ৬০ থেকে ৭৫ দিন পর প্রকাশিত হয়।
এসএসসি পরীক্ষা ২০২৪ এর ফলাফল আগামী ১২ মে, ২০২৪ তারিখে প্রকাশ করা হবে।
কিভাবে এস.এস.সি. বা সমমানের পরীক্ষার ফলাফল 2024 অনলাইনে চেক করবেন
১. ফলাফল দেখতে (www.educationboardresults.gov.bd) ওয়েবসাইটে ক্লিক করুন।
২. পরীক্ষার (Examination) নাম নির্বাচন করুন।
৩. পরীক্ষার বছর (Year) নির্বাচন করুন।
৪. বোর্ড (Board) নির্বাচন করুন।
৫. রোল (Roll) নম্বর লিখুন।
৬. রেজিস্ট্রেশন (Registration) নম্বর লিখুন।
৭. সংখ্যার যোগফল লিখুন।
৮. সাবমিট (Submit) বাটনে ক্লিক করুন।
এছাড়াও আপনি নিজ বোর্ডের ওয়েবসাইট থেকে রেজাল্ট দেখতে পারবেন।
- https://web.bise-ctg.gov.bd/bisectg
- https://www.barisalboard.gov.bd/
- https://comillaboard.portal.gov.bd/
- https://dhakaeducationboard.gov.bd/
- http://dinajpureducationboard.gov.bd/
- https://www.jessoreboard.gov.bd/
- http://www.rajshahieducationboard.gov.bd/
- https://sylhetboard.gov.bd/
- https://www.mymensingheducationboard.gov.bd/
মোবাইল এসএমএস (SMS)-এর মাধ্যমে এস.এস.সি. ফলাফল জানার উপায়
মোবাইলে এসএমএসের মাধ্যমে ফলাফল পাওয়ার জন্য মোবাইলের মেসেজ অপশনে গিয়ে এসএসসি লিখে স্পেস দিয়ে বোর্ডের নামের প্রথম তিন অক্ষর লিখে স্পেস দিয়ে রোল নম্বর লিখে আবার স্পেস দিয়ে পাসের বছর লিখে পাঠাতে হবে ১৬২২২ নম্বরে।
Example: SSC DHA Roll Number 2024 লিখে Send to 16222
কিভাবে eboardresults.com থেকে আপনার স্কুলের সকল এসএসসি পরীক্ষার্থীর ফলাফল বের করবেন
- প্রথমেই এই ওয়েবসাইটে ভিজিট করুন – eboardresults.com
- এবার “পরীক্ষা” অপশন থেকে “এসএসসি/দাখিল/সমমান” সিলেক্ট করুন।
- “বছর” অপশনে “২০২৪” দিন
- তারপর পরের অপশন “বোর্ড” থেকে আপনার শিক্ষা বোর্ডটি সিলেক্ট করুন।
- এবার রেজাল্ট টাইপ অপশন থেকে “রেজাল্ট টাইপ” – “প্রতিষ্ঠান ফলাফল” করে দিন।
- এবার, “ইইআইএন” অপশন থেকে খুব সতর্কতার সাথে আপনার স্কুলের “ইইআইএন নম্বর” দিন।
- সিকিউরিটি ক্যাপচারা পূরণ করুন।
- সর্বশেষ আপনার উপরের সকল তথ্যগুলো ভালোভাবে যাচাই করুন। এবং “গেট রেজাল্ট” বাটনে ক্লিক করুন।
- “গেট রেজাল্ট” বাটনে ক্লিক করলেই আপনার স্কুলের এসএসসি/সমমান পরীক্ষার ফলাফল পেতে সক্ষম হবেন।