২০২০ সালের শুরুতেই বাংলাদেশে কার্যক্রম পরিচালনা শুরু করার পরিকল্পনা রয়েছে বিশ্বের সবচেয়ে বড় দুই ই-কমার্স কোম্পানি আমাজন এবং ওয়ালমার্ট।
শনিবার ঢাকায় স্থানীয় ই-কমার্স শিল্পের সমস্যা, চ্যালেঞ্জ ও সমাধান বিষয়ে গোলটেবিল আলোচনায় বাংলাদেশ ই-কমার্স এসোসিয়েশনের (ই-সিএবি) সহ-সভাপতি রেজওয়ানুল হক জামি বলেন “ওয়ালমার্ট বাংলাদেশে একটি অফিস আছে, এবং তারা গত 1.5 বছর ধরে বাজার গবেষণা পরিচালনা করা হয়েছে। তারা বাংলাদেশে তাদের ব্যবসা শুরু করতে চায়”
তিনি আরও বলেন “অন্যদিকে, আমাজন বাংলাদেশে এসেছেন এবং সরকার ও সংশ্লিষ্ট সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে বৈঠক করেছেন। তারা ২0২0 সালের মধ্যে এখানে কাজ শুরু করার পরিকল্পনা করছে” ।
আলিবাবার মতো বাংলাদেশে কার্যক্রম থাকা কোনো কোম্পানি কিনে বা কোনো অংশীদারিত্বে নয়, অ্যামাজন এফডিআই করে বোর্ড অব ইনভেস্টমেন্টের অনুমোদনে ‘অ্যামাজন বাংলাদেশ’ হিসেবে কার্যক্রম শুরু করবে। তবে শুরুতে এই বিনিয়োগের পরিমাণ কত হবে তা জানা যায়নি।
বাংলাদেশে সফরকালে অ্যামাজন কর্তৃপক্ষ অ্যাকসেস টু ইনফরমেশন (এটুআই), ব্যাংকিং খাত, বিনিয়োগ সংশ্লিষ্ট সরকারের নীতি-নির্ধারণী পর্যায়ে বৈঠক-আলোচনা করে গেছেন। এটুআইয়ের সঙ্গে বৈঠকে সরকারের একশপ ই-কমার্স মার্কেটপ্লেসের অবকাঠামোগত সুবিধা চেয়েছে অ্যামাজন।
যদিও এখন পর্যন্ত একশপ অ্যামাজনের সঙ্গে যুক্ত নয়।বর্তমান বিদেশি বিনিয়োগ নীতি অনুয়ায়ী এই সুবিধা পেতে অ্যামাজনের কোনো বাধা নেই বলে বলছেন অ্যামজনের সঙ্গে বৈঠক করা দেশিয় একটি দপ্তরের ই-কমার্স খাত বিশেষজ্ঞ।